লাইভ খেলা দেখার ভীষণ জনপ্রিয় অ্যাপসের নামটা টিভি অ্যাপস এর মাধ্যমে বাংলা হিন্দি ইংলিশ বিভিন্ন দেশের বিশ্বের সমস্ত খেলার চ্যানেল এখানে রয়েছে বিশ্বকাপ ফুটবল সহ যেকোনো ধরনের ফুটবল খেলা ক্রিকেট খেলা বা অন্যান্য সমস্ত খেলা লাইভ দেখতে পারবেন এইডা টিভি অ্যাপস এর মাধ্যমে কোন প্রকার ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে। ফ্রিতে খেলা দেখার অনেক অ্যাপস হয়তো রয়েছে তার ভিতরে ডোরা টিভি অ্যাপস বেস্ট একটি লাইভ টিভি দেখার অ্যাপস এই অ্যাপস এর ভিতরে কোন রেজিস্ট্রেশন করার ঝামেলা নাই আপনি চাইলে আপ্লিকেশন টি ডাউনলোড করেই খেলার চ্যানেল সিলেক্ট করে এখানে খেলা দেখতে পারবেন এবং এখানে লাইভ ইভেন্ট গুলো আলাদা করে দেওয়া রয়েছে লাইভ ইভেন্ট এর ভিতরে যদি আপনি যান তাহলে বর্তমানে যে খেলা গুলো লাইভ চলতেছে সেগুলো আপনি সহজেই ওখানে পেয়ে যাবেন খোঁজাখুঁজির কোন দরকার নাই।
দয়াকরে মাত্র 26 সেকেন্ড অপেক্ষা করুন তারপর "ইন্সটল করুন" এ ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নিন।
Apps Name: Live TV
Apps Install: 1500
Apps Size: 16Mb
Apps Ads: Yes
একটা অভিজ্ঞতার কথা বলি বাংলাদেশ বনাম স্কটল্যান্ড এর খেলা চলছিল তখন অন্যান্য যে খেলা দেখার অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সে খেলা দেখার অ্যাপ্লিকেশনগুলো কাজ করতেছিল না। কিন্তু এই অ্যাপস টা ঠিকই কাজ করছিল। তখন এই বিপদের সময় আমি কিন্তু এই অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বনাম স্কটল্যান্ড এর খেলাটা দেখেছিলাম।
Dounlod hoy na
উত্তরমুছুনNo
উত্তরমুছুনTajul
উত্তরমুছুনখুব ভালো লাইভ
উত্তরমুছুনযে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে দেখাইলেন কিন্তু ওইটা ডাউনলোড হচ্ছে না ডাউনলোড অপশনে ক্লিক করলে ইনস্টাগ্রাম অ্যাপ চলে আসে
উত্তরমুছুনBad timing. Remove timing
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন