Powerdirector Apps 1

এখন আমি দেখাবো কিভাবে Powerdirector latest apps টা আপনার ফোনে ইনস্টল করে নিশ্চিন্তে ব্যবহার করবেন। আমি যখন প্রথম ইউটিউবে আসি তখন আমার ভিডিও এডিট করার জন্য আমি Kinemaster Apps ব্যবহার করতাম এবং কাইনমাস্টার বহুদিন ব্যবহার করেছি। তারপর যখন Powerdirector পাইলাম তারপর থেকে এখন পর্যন্ত আমি পিসিতে এডিট না করে মোবাইল দিয়ে Powerdirector এর সাহায্যে আমার ইউটিউব এর সমস্ত ভিডিও এডিট করে থাকি 

এবং আমি জানি আমার মতো আরো অনেক মানুষ রয়েছে যারা অনেক কোয়ালিটি ফুল ভিডিও Powerdirector Mobile Apps মাধ্যমে এডিট করে থাকে। আর আমি এটাও জানি আপনি আমার মতই Powerdirector Apps এর পাগল যার জন্য আজকের এই পোস্ট টা ওপেন করেছেন এবং Powerdirector এপ্লিকেশনটা ইন্সটল করে আরামে ভিডিও এডিট করতে চাচ্ছেন।


App Name: PowerDirector

Installs: 100,000,000+

Version: 9.5.0

Size: 106 MB

Rating: 4.5★


Powerdirector এর মাধ্যমে ভিডিও এডিটিং অনেক আরামদায়ক। কাইনমাস্টার দিয়ে সব জায়গায় নিখুঁতভাবে ভিডিও এডিটিং করা সম্ভব হয়না। সেক্ষেত্রে Powerdirector এর সাহায্যে খুব সহজেই অনেক স্মুথলি ভিডিও এডিট করা যায়! এজন্য আমাদের অধিকাংশ মানুষের প্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার পাওয়ারডিরেক্টর।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)