বাংলালিংক সিমের সকল অফার ও প্রয়োজনীয় কোড সমূহ - Banglalink Sim All Service Code



আসসালামুয়ালাইকুম! বর্তমানে আমরা এমন একটা সময় পার করতেছি যখন অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন ছাড়া নিজেকে কল্পনা করা যায় না। ফোন চালাতে গেলে অবশ্যই যেকোন সিমের সাহায্য আমাদের নিতে হয়। বাংলাদেশের অনেক মানুষের পছন্তের সিম বাংলালিংক। আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো বাংলালিংক সিমের সমস্ত অফার কোড, ইন্টারনেট বান্ডেল, এসএমএস বান্ডেল, মিনিট বান্ডেল সহ সমস্ত ইউএসএসডি কোড আপনাদের সাথে শেয়ার করবো। 


এই ব্লগ পড়ার পরে আপনি বাংলালিংকের যত প্রকার ইউএসএসডি কোড আছে প্রত্যেকটা কোড সম্পর্কে আপনি বিস্তারিত জেনে যাবেন এবং আপনি ইন্টারনেট কিনতে পারবেন, এসএমএস কিনতে পারবেন, এমএমএস কিনতে পারবেন, মিনিট কিনতে পারবেন, এবং এগুলো চেক করতে পারবেন, বাংলালিংকের ইউএসএসডি ডায়াল কোড গুলো যদি আপনি জানতে পারেন, তাহলে খুব সহজেই যেকোনো কোড ডায়াল করে যেকোনো সার্ভিসটি অন এবং অফ করতে পারবেন খুব সহজেই। তো বেশি কথা না বলে চলুন এখন সরাসরি দেকে নিই বাংলালিংক সিমের সকল অফার কোড। 


বাংলালিংক সিমের সকল অফার কোড।

  •  বাংলালিংক সিমের বর্তমান অফার জানতে ডায়াল করুন: *888#
  • বাংলালিংক সিমের টাকা বা ব্যালেন্স চেক করতে ডায়াল করুন: *124#
  •  বাংলালিংক সিমের নিজের নাম্বার দেখতে ডায়াল করুন: *511#
  •  বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স বা টাকা লোন নিতে ডায়াল করুন: *874#
  •  বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স বা টাকা লোন নেওয়া টাকার ব্যালেন্স দেখতে ডায়াল করুন: 8740#
  •  বাংলালিংক সিমের মিনিট কিনতে ডায়াল করুন: *1100#
  •  বাংলালিংক সিমের মিনিট চেক করতে ডায়াল করুন: *121*31#
  •  বাংলালিংক সিমের এস এম এস চেক করতে ডায়াল করুন: *124*3#
  •  বাংলালিংক সিমের মিনিট এবং এম এম এস চেক করতে ডায়াল করুন: *124*2#
  •  বাংলালিংক সিমের বোনাস টক টাইম এবং মেয়াদ চেক করতে বাংলালিংক সিমের *124*3# অথবা *124*4#
  •  ফোনের ইন্টারনেট কনফিগারেশন সেটিং রিকুয়েস্ট করতে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন: ALL এবং সেন্ড করে দিন 3343 নাম্বারে।
  •  বাংলালিংক সিমে মেগাবাইট কিনতে ডায়াল করুন: *5000#
  •  বাংলালিংক সিমে মেগাবাইট চেক করতে ডায়াল করুন: *5000*500#
  •  বাংলালিংক সিমে বোনাস পয়েন্ট চেক করতে ডায়াল করুন: *567*1# অথবা *720*1#


বাংলালিংক ইন্টারনেট অফার:

  • বাংলালিংকে ২০০ মেগাবাইট ১৮ টাকা ৩ দিন মেয়াদ। কিনতে ডায়াল করুন: *5000*18#
  • বাংলালিংকে ৭৫ মেগাবাইট ১৩ টাকা ৪ দিন মেয়াদ। কিনতে ডায়াল করুন: *5000*543#
  • বাংলালিংকে ১.২ জিবি মেগাবাইট ৪১ টাকা ৪ দিন মেয়াদ। ৫০% বোনাস MyBL আ্যাপ। কিনতে ডায়াল করুন: *5000*41#
  • বাংলালিংকে ২.৫ জিবি মেগাবাইট ৫৮ টাকা ৪ দিন মেয়াদ। ৫০% বোনাস MyBL আ্যাপ। কিনতে ডায়াল করুন: *5000*58#
  • বাংলালিংকে ৪ জিবি মেগাবাইট ৬৪ টাকা ৪ দিন মেয়াদ। ৫০% বোনাস MyBL আ্যাপ। কিনতে ডায়াল করুন: *5000*64#



৭ দিন মেয়াদ ইন্টারনেট অফার: 

  • বাংলালিংকে ১৫০ মেগাবাইট ২৬ টাকা ৭ দিন মেয়াদ। কিনতে ডায়াল করুন: *5000*522#
  • বাংলালিংকে ৫০০ মেগাবাইট ৪২ টাকা ৭ দিন মেয়াদ। কিনতে ডায়াল করুন: *5000*588#
  • বাংলালিংকে ৪ জিবি মেগাবাইট ১০৮ টাকা ৭ দিন মেয়াদ। ৫০% বোনাস MyBL আ্যাপ। কিনতে ডায়াল করুন: *5000*108#
  • বাংলালিংকে ৮ জিবি মেগাবাইট ১২৯ টাকা ৭ দিন মেয়াদ। ৫০% বোনাস MyBL আ্যাপ। কিনতে ডায়াল করুন: *5000*129#
  • বাংলালিংকে ১২ জিবি মেগাবাইট ১৪৯ টাকা ৭ দিন মেয়াদ। ৫০% বোনাস MyBL আ্যাপ। কিনতে ডায়াল করুন: *5000*149#
  • বাংলালিংকে ১৬ জিবি মেগাবাইট ১৬৯ টাকা ৭ দিন মেয়াদ। ৫০% বোনাস MyBL আ্যাপ। কিনতে ডায়াল করুন: *5000*169#
  • বাংলালিংকে ১৮ জিবি মেগাবাইট ১৯৯ টাকা ৭ দিন মেয়াদ। ৫০% বোনাস MyBL আ্যাপ। কিনতে ডায়াল করুন: *5000*199#



৩০ দিন মেয়াদ ইন্টারনেট অফার:

  • বাংলালিংকে ২ জিবি মেগাবাইট ২০৯ টাকা ৩০ দিন মেয়াদ। ৫০% বোনাস MyBL আ্যাপ। কিনতে ডায়াল করুন: *5000*581#
  • বাংলালিংকে ৩ জিবি মেগাবাইট ২৪৯ টাকা ৩০ দিন মেয়াদ। ৫০% বোনাস MyBL আ্যাপ। কিনতে ডায়াল করুন: *5000*249#
  • বাংলালিংকে ৬ জিবি মেগাবাইট ২৯৯ টাকা ৩০ দিন মেয়াদ। ৫০% বোনাস MyBL আ্যাপ। কিনতে ডায়াল করুন: *5000*299#
  • বাংলালিংকে ১২ জিবি মেগাবাইট ৩৯৯ টাকা ৩০ দিন মেয়াদ। ৫০% বোনাস MyBL আ্যাপ। কিনতে ডায়াল করুন: *5000*599#
  • বাংলালিংকে ৪০ জিবি মেগাবাইট ৪৯৯ টাকা ৩০ দিন মেয়াদ। কিনতে ডায়াল করুন: *5000*508#
  • বাংলালিংকে ৪৫ জিবি মেগাবাইট ৯৯৯ টাকা ৩০ দিন মেয়াদ। কিনতে ডায়াল করুন: *5000*999#



বন্ধুরা আশা করি আজকের এই ব্লগ থেকে আপনারা বিস্তারিত ক্লিয়ার হয়ে গেছেন  বাংলালিংক এর সমস্ত ইউএসএসডি কোড সম্পর্কে। এখন থেকে আপনি যেকোন সার্ভিস নিজেই অন এবং অফ করতে পারবেন এই সকল ইউএসএসডি কোড গুলো ব্যবহার করে। আশা করতেছি আপনাদের আজকের ব্লগ টা ভালো লেগেছে! যদি আজকের এই ব্লগ টা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাইটে আপনাকে আবারও আসার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন!! ধন্যবাদ।

1 تعليقات

  1. Nice,,,
    Bai apnar aii site a je theme ta use korsen aii theme tar nam ki.

    ردحذف

إرسال تعليق

Post a Comment

أحدث أقدم