হ্যালো বন্ধুরা আপনাদেরকে Hotflix এপ্লিকেশনটা Install করতে হবে। অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য নিচে install এ ক্লিক করে Apps টা install করে ফেলুন।
You have to wait 27 seconds.
কি ভাবে Apps টি install করবেন। না বুঝলে নিচের Screenshot Flow করুন।
Download Timer
তারপর Google Drive সিলেক্ট করে দিবেন।
তারপর আপনার ফোনে লগইন করার সমস্ত জিমেইল চলে আসবে, এখান থেকে যেকোন একটা জিমেইল সিলেক্ট করে Ok তে ক্লিক করে দিবেন।
তারপর Package Installer এ ক্লিক করে দিবেন।
এরপর ইন্সটল করার পর অ্যাপ্লিকেশন টা ওপেন করে দিন, ওপেন করে দেওয়ার পরে এখানে অনেকগুলো টিভি চ্যানেল দেখতে পারবেন। এখান থেকে টি-স্পোর্টস চ্যানেল এর পরে ক্লিক করে দিবেন। যখন টি-স্পোর্টস চ্যানেল এর পরে ক্লিক করে দিবেন, তখনই টি-স্পোর্টস চ্যানেল টা লাইভ শুরু হয়ে যাবে এবং টি-স্পোর্টস চ্যানেলে যত ধরনের খেলা লাইভ হচ্ছে সব দেখতে পারবেন। কোনপ্রকার বাফারিং ছাড়া একদম ক্লিয়ার।
একটি মন্তব্য পোস্ট করুন